Pages

hv‡`i Kv‡Q K…ZÁ : Avgv‡`i ewikvj / ˆ`wbK c~e©vPj / Avgv‡`i mgq WUKg /
†iRvë ‡`wL‡Z PvB‡j GLv‡b wK¬K K‡iv

Sunday, March 30, 2014

ইউরোপের প্রায় পাঁচ শতাংশ নারী ধর্ষণের স্বীকার


ইউরোপের প্রায় পাঁচ শতাংশ নারী কোনো না কোনোভাবে ধর্ষণের স্বীকার হন বলে দাবি করছে ‘এক্সটেনসিভ হিউম্যান রাইটস অ্যাবিউস’।

বুধবার এ সংক্রান্ত এক জরিপের ফলাফল প্রকাশ করে এই তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।

জরিপে বলা হয়, এক তৃতীয়াংশ নারী শারীরিক অথবা যৌন নির্যাতনের কবলে পড়েন। আর সরাসরি ধর্ষণের স্বীকার হন প্রতি একশ জনে পাঁচ জন।

জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি দশজনের একজন নারী বলছেন, তারা ১৫ বছর বয়সের আগেই প্রাপ্তবয়স্ক মানুষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন।

জরিপ পরিচালনাকারী দলের পরিচালক মর্টিন কাজেরাম বলেন, শারীরিক এবং যৌন নির্যাতনের এই চিত্র সমগ্র ইউরোপের জন্য উদ্বেগের বিষয়।

এফআরএ কর্তৃক পরিচালিত এই জরিপে ৪২ হাজার নারীর মতামত নেওয়া হয়েছে। যাদের প্রত্যেকের বয়স আঠারো থেকে ৭৪ বছরের মধ্যে।